নিরিখের অনুরাগী নির্বিশেষে যারাই আদবের সাথে ভাব বিনিময় করতে চান, নিজের ভাব শেয়ার বা প্রকাশ করতে চান, দুঃখ-বেদনা-আনন্দ শেয়ার করতে চান, ‘নিরিখ’ তাদের স্বাগত জানায়। বিভিন্ন আনুষ্ঠানিক আলাপ-আড্ডা-আয়োজন-সংগের বাইরেও, ব্যক্তিগত বা গ্রুপ হিসেবে কেউ এসব শেয়ারিং করতে চাইলে , সাধারণভাবে নিরিখের সাথে, কিংবা নিরিখের নির্দিষ্ট কোনো কর্মীর সাথে, যোগাযোগ করতে পারেন। ফোন, ফেসবুক কিংবা ইমেইলে যোগাযোগ করা যাবে।
ভাবের ভাবুক, উৎসাহী , সমব্যথী, অনুরাগী- সবাইকে নিরিখের আদবসহকারে ভাবসেবা দিয়ে ধন্য নিরিখের কর্মীরা।