‘নিরিখ’ পর্যালোচনামূলক সামষ্টিক জ্ঞান ও ভাবধারা অনুশীলনে ব্রতী। সেই চর্চার জন্যে দেশ-কাল-পাত্র সাপেক্ষে নিত্য ও নৈমিত্তিক প্রয়োজনীয় গবেষণা ও প্রকাশনার কাজ করে নিরিখ।
নিরিখ বুলেটিন, ওয়েব সাইট, বই- পুস্তক, সোসাল মিডিয়া- নানামাধ্যমে এসব গবেষণার কিছু কিছু প্রকাশিত হয়।
নিরিখের স্বেচ্ছাকর্মী গবেষক, সোস্যাল মিডিয়া কর্মী, যোগাযোগকর্মীদের শ্রমে আর নিরিখের ভক্ত-অনুরাগী-বন্ধু-শুভানুধ্যায়ীদের হাদিয়া, আর্থিক অংশগ্রহণ, কারিগরি বা ব্যবহারিক দ্রব্য (যেমন ল্যাপটপ ইত্যাদি) সহযোগিতায় চলমান থাকে এইসব কাজ।
আর্থিক বা দ্রব্য হাদিয়া দিতে, কিংবা গবেষণা ও প্রকাশনার কাজে স্বেচ্ছাকর্মী হতে আগ্রহীরা যে কোনো সময় নিরিখের সাথে যোগাযোগ করতে পারেন।