‘মহামিলন’ ‘নিরিখে’র বাৎসরিক সংগ। প্রাথমিকভাবে ঢাকায় এটা শুরু হলেও ধীরে ধীরে দেশের অন্যান্য সাথে, এবং হাইব্রিড/অনলাইন যুক্ততার দিকেও খেয়াল রেখেও ‘মহামিলন’ আয়োজিত হবে।
‘মহামিলন’ মুলত নিরিখে’র ভক্ত-অনুরাগী , বন্ধু- শুভার্থী ও সহযোগী, আগ্রহী ও জিজ্ঞাসুদের সম্মিলনী। নিরিখের মুল তাত্ত্বিক ও ভাবধারাগত বিষয়াদি হাজির করা, ভক্ত-অনুরাগী , বন্ধু- শুভার্থী ও সহযোগী, আগ্রহী ও জিজ্ঞাসুদের সাথে ভাব বিনিময় ইত্যাদির মাধ্যম ও উপলক্ষ্য হিসেবে কাজ করে।
আলাপ-আলোচনা, সংগীত-নৃত্য, প্রদর্শনী, পাঠ, সেবা-ইত্যাদি মহামিলনের নানা অনুসংগ।
‘নিরিখে’র ভক্ত-অনুরাগী, বন্ধু , শুভার্থী ও সহযোগীদের কাছ থেকে আসা হাদিয়া / আর্থিক অংশগ্রহণ( হাইপার লিংক টু) দিয়ে নির্বাহ হয় ‘মহামিলন’ আয়োজনের খরচ।
‘মহামিলন’ আয়োজনে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ততা( হাইপার লিংক) হতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।