নিজেদের সংগ, প্রকাশনা, এলাকাগত ও অনলাইন কমিউনিটি কার্যক্রমের পাশাপাশি জীবন-সমাজ-দেশ-দুনিয়াকে প্রেম-ভালোবাসার, সাম্য আর ইনসাফের করার জন্যে চর্চায় থাকা, বাংলাদেশের সীমানার ভেতরের এবং বাইরের নানা ধরণের মানুষজন, তাদের নানা গ্রুপ, সংগঠন, উদ্যোগের সাথে ভাব-ভাবনা বিনিময় ও যৌথতার সুযোগ ও পদ্ধতি বের করা নিয়ে আলাপ-আলোচনার জন্যে সব সময় প্রস্তত নিরিখ।
এসব সহযোগিতামূলক চর্চার নেটওয়ার্ক গরে তোলা এবং বৃহত্তর সমভাবাপন্ন কমিউনিটি বিনির্মাণ নিরিখের অন্যতম ব্রত।
এধরণের নেটওয়ার্কিং ও কমিউনিটি বিনির্মাণ প্রক্রিয়ায় আগ্রহীরা যেকোনো সময় নিরিখের সাথে যোগাযোগ করতে পারেন।