শিক্ষন ও প্রশিক্ষণ কার্যক্রম

নিরিখের বিবেচনায় জরুরী ও অগ্রাধিকার পাবার মত নানান বিষয়ে নিয়মিত শিক্ষন ও প্রশিক্ষন অধিবেশনের আয়োজন করা হয়।  সমাজ- সংস্কৃতি , ইতিহাস, দর্শনের নানা বিষয়ে  বহুশাস্ত্রীয় প্রজ্ঞা অর্জনের চর্চা হিসেবে আয়োজিত হয় এসব। এসব শিক্ষন-প্রশিক্ষন-কর্মশালা ইত্যাদি অধিবেশনে যুক্ত হতে বা আপডেট পেতে নিরিখের ইমেইল আপডেট সাবস্ক্রাইব ( হাইপার লিংক) করতে পারেন।

Scroll to Top