যুক্ততা ও সহযোগিতা

‘নিরিখ’ এর ভাবধারা ভালো লাগলে, নানাভাবেই ‘নিরিখ’এ যুক্ত হওয়া যায়।  

নিয়মিত সঙ্গ, গবেষণা, প্রকাশনা, শিক্ষন-প্রশিক্ষণ, ভাবসেবা, আস্তানা,সফর, সম্মিলনী/ মহামিলন, নেটওয়ার্কিং ও কমিউনিটি বিনির্মাণ- এসব কাজে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হওয়া যায়।

ওয়েব সাইট নির্মাণ- ডিজাইন-রক্ষণাবেক্ষণ, গ্রাফিক ডিজাইন, অনুবাদ, কপি-সম্পাদনা, অডিও সম্পাদনা, ভিডিও সম্পাদনা, ট্রান্সক্রিপ্টিং, অনুষ্ঠান আয়োজন ইত্যাদি- নানারকম কাজে স্বেচ্ছাসেবী হতে পারেন আগ্রহীরা।

যার যার সামর্থ্য-সেভাবে আর্থিক অংশগ্রহণ/হাদিয়া দিয়ে অবদান রাখতে পারেন। 

আর্থিক হাদিয়ার বাইরেও নিরিখের বিভিন্ন কাজে আসে- এমন দ্রব্যাদি, যন্ত্রপাতি ইত্যাদি হাদিয়া হিসেবে দিয়ে অবদান রাখা যায়।

কারিগরি সুবিধাও হাদিয়া আকারে দিতে পারেন কেউ। যেমন ছাপা/প্রেসের কাজ, কিংবা অন্য কোনো কারিগরি সহযোগিতা।   

দেশের ভেতর-বাইরের নানা উদ্যোগ/গ্রুপ/ সংগঠন আগ্রহী হলে ভাবনা বিনিময় ও যৌথ কর্মকান্ডের জন্যে যোগাযোগ করতে পারেন।

হাদিয়া,  সহযোগিতা, ও অংশগ্রহণ

জীবন-সমাজ-দেশ-দুনিয়াকে প্রেম-ভালোবাসার, সাম্য আর ইনসাফের করার জন্যে চর্চায় থাকা দরদী ও সমব্যথী এবং সহযোগীদের সম্মিলনের চর্চা হিসেবে আর্থিক/কারিগরি/ব্যবহারিক হাদিয়া বা অংশগ্রহণ ও বিনিময় চর্চাকে  জরুরী মনে করে নিরিখ।  তাই নিরিখের নানাবিধ খরচের দায়-দায়িত্ব সমাজের সহযোগী-দরদী-শুভার্থীদের ভাগ করে নিতে প্রস্তাব করে ‘নিরিখ’।  

এতে নিরিখের প্রস্তাব-কাজ-উদ্যোগের ব্যাপারে সমাজের আগ্রহ-সমর্থন-অংশগ্রহণ অনেকটাই বোঝা যায়।  ব্যাপক সমাজের সাথে এই ‘অহৈতুকী’( যাতে নাম-খ্যাতি-ক্ষমতা’অর্থ- কোনো প্রকার বাসনা হেতু যুক্ত নয়, কেবল প্রেম-ভালোবাসা-ভক্তি যুক্ত) বিনিময় ও অংশগ্রহণ জারি রাখতে চায়, এটাকে জরুরী মনে করে নিরিখ।

হাদিয়ার ধরণ ও পরিমান

যে যার সামর্থ্য অনুসারে, নিয়মিত বা অনিয়মিত। যার যার সামর্থ্য-সেভাবে আর্থিক অংশগ্রহণ/হাদিয়া দিয়ে অবদান রাখতে পারেন। 

আর্থিক হাদিয়ার বাইরেও নিরিখের বিভিন্ন কাজে আসে- এমন দ্রব্যাদি, যন্ত্রপাতি( যেমন ল্যাপটপ) ইত্যাদি হাদিয়া হিসেবে দিয়ে অবদান রাখা যায়। কারিগরি সুবিধাও হাদিয়া আকারে দিতে পারেন কেউ। যেমন ছাপা/প্রেসের কাজ, কিংবা অন্য কোনো কারিগরি সহযোগিতা।

প্রয়োজনে ইমেইলঃ nnirikh@gmail.com

ফোন/হোয়াটসাপঃ 01670216027

নগদ/বিকাশ নাম্বার (Personal):  01670216027

Scroll to Top