আস্তানা কার্যক্রম

নিরিখের আস্তানা মূলত নিরিখের সংগ, দেখা-সাক্ষাত, গবেষণা-প্রকাশনা, ভাবসেবা ইত্যাদি কাজের জায়গা। 

নিরিখের ভক্ত-অনুরাগী-বন্ধু-শুভানুধ্যায়ীদের হাদিয়া, আর্থিক অংশগ্রহণ, কারিগরি বা ব্যবহারিক দ্রব্য সহযোগিতায় নিরিখের আস্তানা বা সমাজঘর পরিচালনার ব্যয় নির্বাহ হয়।

Scroll to Top