নিরিখের নিয়মিত স্বেচ্ছাসেবী ও কর্মী, এবং নিরিখের ভক্ত-অনুরাগীদের নিয়ে বিভিন্ন তাত্ত্বিক ও ভাবগত চর্চার জন্যে যে অধিবেশগুলি হয়, সেগুলি ‘নিরিখ সংগ’।
উপলক্ষ্য ভিত্তিক আলাপ-আড্ডা- অনুষ্ঠানঃ
নিরিখ বিভিন্ন সময়ে নানান দিবস-ঘটনা-উপলক্ষ্য মনে রেখে নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এছাড়াও নতুন নতুন বিষয় হাজির করার উদ্দেশ্যেও নিরিখের আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজনগুলোতে সকল পরিচয়ের মানুষকে আমন্ত্রণ জানানো হয়। এসব আলাপ-আড্ডা-অনুষ্ঠানের ব্যাপারে আপডেট পেতে নিরিখের ইমেইল আপডেট সাবস্ক্রাইব( হাইপার লিংক) করতে পারেন।
নিরিখের সংগ- অনুষ্ঠান ইত্যাদি আয়োজনে স্বেচ্ছাসেবী হতে আগ্রহীরা যেকোনো সময় যোগাযোগ করতে পারেন। স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ততা সম্পর্কে জানতে ক্লিক করুন।