নিরিখ

‘নিরিখ’ প্রেম-ভালোবাসার, ন্যায়-ইনসাফের, মঙ্গল-কল্যাণের বাঁচা-মরার ধরণ অনুশীলনের একটা ভেদবিচার পদ্ধতি, একটা ভাবধারা প্রস্তাবনা, এবং এসব প্রস্তাবকারী ও চর্চাকারী একটা উদ্যোগ, জনসমষ্টি, একটা কমিউনিটি।
সঙ্গ, গবেষণা, প্রকাশনা, শিক্ষন-প্রশিক্ষণ  , ভাবসেবা , আস্তানা, সফর ,  সম্মিলনী,  মহামিলন , নেটওয়ার্কিং ও কমিউনিটি বিনির্মাণ – ইত্যাদি  ‘নিরিখ’ -এর কাজ ও অনুশীলনের কিছু মাধ্যম।  
‘নিরিখ’-এ যুক্ত  কর্মীদের স্বেচ্ছাশ্রম আর নানামাত্রিক অংশীদার, সমর্থক ও শুভানুধ্যায়ীদের দেয়া হাদিয়া/সহযোগিতার মাধ্যমে এসব কাজ ও অনুশীলন নির্বাহ হয়।   

সম্মিলনী ও মহামিলন

‘মহামিলন’ ‘নিরিখে’র বাৎসরিক সংগ। প্রাথমিকভাবে ঢাকায় এটা শুরু হলেও ধীরে ধীরে দেশের অন্যান্য সাথে, এবং হাইব্রিড/অনলাইন যুক্ততার দিকেও খেয়াল রেখেও ‘মহামিলন’ আয়োজিত হবে।

‘মহামিলন’ মুলত নিরিখে’র ভক্ত-অনুরাগী , বন্ধু- শুভার্থী ও সহযোগী, আগ্রহী ও জিজ্ঞাসুদের সম্মিলনী। নিরিখের মুল তাত্ত্বিক ও ভাবধারাগত বিষয়াদি হাজির করা, ভক্ত-অনুরাগী , বন্ধু- শুভার্থী ও সহযোগী, আগ্রহী ও জিজ্ঞাসুদের সাথে ভাব বিনিময় ইত্যাদির মাধ্যম ও উপলক্ষ্য হিসেবে কাজ করে।

সম্প্রতি প্রকাশিত

যে যার সামর্থ্য অনুসারে, নিয়মিত বা অনিয়মিত আর্থিক অংশগ্রহণ/হাদিয়া দিয়ে অবদান রাখতে পারেন। 

Stay in the know​

Subscribe mailing list​

Follow us​
Scroll to Top